জাহিরুল হক (রাজা মাস্টার),

 

শুক্রবার ছিল জুম্মাবার।তাই অন্যদিন অপেক্ষা আজ ছিল ভীড় বেশি হয় মসজিদ গুলিতে।আর এইদিনটা কে লক্ষ্য রেখে বোমা বিস্ফোরণ ঘটালো সন্ত্রাসবাদীরা।তালিবান অধ্যুষিত আফগানিস্তানের উত্তর পূর্ব কুন্দুজ প্রদেশে শিয়া ধর্মাম্বলীদের মসজিদে বোমা বিস্ফোরণ ঘটে। এখানে শতাধিক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবারের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ হয়। এর ফলে অনেক বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার না করলেও অতীতে এই ধরনের হামলার পিছনে তালিবান বিরোধী আইএস-কে-র হাত ছিল। স্বভাবতই এবারও সন্দেহের তির তাদের দিকেই।এতবড় বোমা বিস্ফোরণ আফগানিস্তানে চাপা আতঙ্ক বাড়িয়েছে বহুগুণ। 

Leave a Reply