আদিবাসী ক্লাবের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে মন্ত্রী বিরবাহা হাঁসদা ।।
জাহির আব্বাস :
পূর্ব বর্ধমানের বড়শুলে লাকচার মাডের পরিচালনায় ১৩ তম বর্ষ আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুস্থ মানুষদের শীতের কম্বল বিতরণও করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তর ও ক্রেতা সুরক্ষা বিভাগের রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা, বিধায়ক নিশীথ কুমার মালিক, পশ্চিমবঙ্গ লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সচিব মতিলাল কিস্কু, অধ্যাপিকা মহিমই মান্ডি, অধ্যাপিকা
কবিতা হাঁসদা, বর্ধমান মেডিকেল কলেজের সহ অধ্যাপিকা ডা. জয়শ্রী হাঁসদা, মনোরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব টুডু প্রমুখ। উল্লেক্ষ্য, খেলা পরিচালনায় রেফারি হিসাবে ছিলেন দুই মহিলা সাবিনা খাতুন ও শিবানী রাজপুত এবং মানস সাউ, মফিজুল হক।ফাইনালে কালীমাতা মুর্মু একাদশ পান্ডুয়ার শ্রাবণী একাদশের বিরূদ্ধে ৩ -০ গোলে জয়লাভ করে।অনুষ্ঠানে মন্ত্রী বিরবাহা বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ যথাযোগ্য সম্মানের জায়গায় আসতে পারছে। বিশেষ করে খেলাধুলার মাধ্যমে বহু আদিবাসী নারী ও পুরুষ নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারছে। বিধায়ক নিশীথ বাবু জানান, একটা সময় ছিল যখন ক্লাব গুলিতে অসামাজিক কার্যকলাপে যুব সম্প্রদায় জড়িয়ে পড়তো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লাব গুলিকে অনুদান দেওয়ার পর ছেলেরা খেলাধুলা করে ও নানা সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করেছে। সমাজে একটা সুন্দর পরিবেশ রচনা হচ্ছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ মুর্মু।