Spread the love

আদালত অবমাননায় বিদ্যুৎ সংস্থার জিএম – সিএমডির বেতন বন্ধের নির্দেশ,

মুকুল বিশ্বাস

শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যের দুই   বিদ্যুত্‍ সংস্থা এসিটিএসএল  ও এসিডিএসএল  এর বিরুদ্ধে কড়া  অবস্থান জানালো আদালত । এদিন দুই সংস্থার কর্তাদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হল আদালতের তরফে। এই দুই সংস্থার কর্মীদের অভিযোগ , -‘ তাঁদের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না।’ এই অভিযোগের ভিত্তিতে কর্মীদের ডিএ মেটানোর সময় বেঁধে দিয়েছিল আদালত। সেই সময় (২৩ জুন) পেরিয়ে যাওয়ায় এবার কর্তাদের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। এর আগে আদালতের নির্দেশ ছিল, -‘ বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে কর্মীদের’। তা না মেটানোয় রাজ্য বিদ্যুত্‍ নিগমের জেনারেল ম্যানেজার, দুই সংস্থার সিএমডি-র বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হল শুক্রবার। যতদিন না কর্মীদের বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মেটানো হচ্ছে, ততদিন বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। ১৫ জুলাইয়ের মধ্যে নির্দেশ পালনের সুযোগ দেওয়া হয়েছে আদালতের তরফে।আদালতের নির্দেশে  ২০১৯ সালে সংস্থার তরফে ডিএ-র প্রথম ইনস্টলমেন্ট দেওয়া হয়। ২০২০ সালের বকেয়ার কোনও টাকা দেওয়া হয়নি বলেই অভিযোগ। টানা তিন বছর রাজ্য সরকার ওই সংস্থার কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ। এরপরই কর্মীরা আদালতের দ্বারস্থ হয়।আদালতে এদিন রাজ্য বিদ্যুৎ সংস্থা কে  ভর্ত্‍সনা করে বিচারপতি বলেন, – , ‘যা টাকা দিয়েছে, তাতে বাদাম খাওয়ার টাকাও হয় না। ‘কর্মীরা মানুষ। তাঁদের ছাড়া সংস্থা চলে না। ঠিক মত ব্যবহার করুন।’ এর আগের শুনানিতে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুত্‍ সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএ- র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। বকেয়া মেটানোর পরের দিন আদালতে এসে জানাতে হবে, নির্দেশ পালন হয়েছে কি না। সেই মত  গত বৃহস্পতিবার আদালতের  বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে। শুক্রবার ছিল শুনানি।এর আগে উল্লেখিত নির্দেশিকায় বলা হয়েছিল , -‘ ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুত্‍ সংস্থার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া মহার্ঘ ভাতার পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। এই নির্দেশ যে পালন করা হয়েছে সেটা ২৪ জুন আদালতকে জানাতে হবে। বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে ওইদিনই সেই নির্দেশ দেবে আদালত’। তবে এই নির্দেশ যদি কার্যকর না হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল আদালত। আদালত  জানিয়েছিল, -‘ সংস্থার এমডি এবং দুই সিএমডি’র বেতন বন্ধের বিষয়ে ভাববে আদালত’।রাজ্যের দুই বিদ্যুত্‍ সংস্থা পিডিসিএল এবং এসিডিএসএল-এর কর্মীরা আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন তাদের সংস্থার বিরুদ্ধে। তাদের বক্তব্য, -‘ বিগত ৩ বছর ধরে তাদের ডিএ বন্ধ হয়েছে। সংস্থা লাভজনক হওয়ায় রাজ্য সরকারের অধীনে হলেও তারা তাদের কর্মীদের নিজেদের আয় থেকেই বেতন দিত’। কিন্তু ডিএ বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা আদালতের দ্বারস্থ হয়। তাদের প্রশ্ন, -‘ সংস্থা লাভ করলেও তারা কেন তাদের প্রাপ্য ডিএ পাবে না।  এর আগে ১০ জুনের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। নির্দেশ মত ডিএ না মেটালে বিদ্যুত্‍ দফতরের দুই সংস্থার কর্তাদের বেতন বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হবে বলে জানিয়েছিল আদালত।রাজ্যের দুই বিদ্যুত্‍ সংস্থা পিডিসিএল ও এসিডিএসএলের কর্মীরা সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন। জানা গেছে, রাজ্যের বিদ্যুত্‍ দফতর রাজ্য সরকারের অধীন হলেও নিজেদের আয় থেকেই কর্মীদের বেতনের টাকা দেয় ওই সংস্থা। টানা তিন বছর রাজ্য সরকার ডিএ / মহার্ঘ ভাতা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ। এরপরই কর্মীরা আদালতের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, -‘ লাভজনক সংস্থা হওয়া সত্ত্বেও কেন তাঁদের প্রাপ্য ডিএ-র টাকা মেটানো হবে না’? এই মামলায় আদালত নির্দেশ দিয়েছিল ১০ জুনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।সময় পেরিয়ে যাওয়ায় এ দিন আদালত অবমাননার মামলা করেন কর্মীরা। এই মামলাতেই বিচারপতি রাজা শেখর মান্থা রনির্দেশ দিয়েছিলেন, -‘  ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুত্‍ সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএ- র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। বকেয়া মেটানোর পরের দিন অর্থাত্‍ ২৪ জুন আদালতে এসে জানাতে হবে, নির্দেশ পালন হয়েছে কি না। বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে। ওই দিন নির্দেশ কার্যকর না হলে সংস্থার এমডি ও দুই সিএমডি-র বেতন বন্ধের বিষয়ে ভাববে আদালত’। ওইদিন আদালতের নির্দেশে হাজির ছিলেন সংস্থার এমডি শান্তনু বসু ও দুই সিএমডি। সংস্থার তরফে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়েছিল। তবে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপর আদালত অবমাননা মামলা করেন ওই দুই দপ্তরের কর্মীরা।শুক্রবার অবশেষে রাজ্য এর এই দুই সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *