দেবাশীস দাস,
আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় ‘লোচনদাস রত্ন’ সম্মান পাচ্ছেন লেখক ও লোকসংস্কৃতি গবেষক সুখেন্দু হীরা সাহেব।
এই লেখকের জন্ম চৌঠা জুলাই ১৯৭৩, নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত রাজারমাঠ গ্রামে। বেড়ে ওঠা উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া থানার অন্তর্গত আড়িয়াদহ গ্রামে। পড়াশোনা আড়িয়াদহ ও কলকাতায়। পেশাগত জীবনে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আধিকারিক (IPS)। চাকরিসূত্রে বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পেয়েছেন। সেই সুযোগে সেখানকার লোক ও লোকসংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছেন। সেই ফসলের কিছু নমুনা দেখতে পাই দৈনিক স্টেটসম্যান পত্রিকায় সাপ্তাহিক কলামে – “এই দেশ – অন্য ভাবনা – অন্য ভুবন”। বাঁকুড়া জেলায় থাকাকালীন সেখানকার পটচিত্র ও পটুয়াদের নিয়ে ক্ষেত্রসমীক্ষা মুলক কাজ করেছেন। সাপ্তাহিক বর্তমান পত্রিকায় পেশাগত জীবনের কিছু তদন্ত কাহিনী লিখেছেন। সুযোগ দিলে বিভিন্ন পত্র-পত্রিকায় ও পোর্টালে বিভিন্ন বিষয়ে লিখে থাকেন। অবসর কাটে বই নেড়েচেড়ে। ছুটি পেলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন কাছে দূরে।