মির্জা মহঃ মশিহুর রহমান,
আগামীকাল রাজ্য পুলিশ এর কনস্টেবল পদের জন্য পরীক্ষা নেওয়া হবে রাজ্যের বিভিন্ন স্কুলে। করোনা কালিন পরিস্থিতিরজন্য দীর্ঘদিন বাদে এরকম কোনো চাকরীর পরীক্ষা নেওয়া হচ্ছে তাই করোনা বিধি কে মাথায় রেখে মঙ্গলকোট এ কে এম হাইস্কুলে শ্রেণী কক্ষ এবং টয়লেট ও আশপাশের এলাকা স্যানিটাইজ করার কাজ চলছে ।মঙ্গলকোটের ৪ টি স্কুলে হচ্ছে এই পরীক্ষা।