শুভদীপ ঋজু মন্ডল,
রাইপুরের বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর সুরাল তার ৪৬ তম জন্মদিনটি অসহায় শিশুদের মুখে দুপুরের খাবার তুলে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করলেন। এখানে উল্লেখ্য আজ কোজাগরি পূর্ণিমার এই দিনে ই তিনি রাইপুরে প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার এই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে অসহায় শিশুদের মুখে খাবার তুলে দিলেন সাথে ছিলেন তার প্রিয় বন্ধু বান্ধবরা। রাইপুর জীবন দীপ ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে ওঠা বিনা ব্যয়ে শবর জনজাতির শিশুদের পাঠদান দিতে “পাঠশালা “নামে একটি শিক্ষালয় গড়ে তোলা হয়েছে যেখানে জীবন দীপ ফাউন্ডেশনের সদস্য সদস্যরা গিয়ে তাদের পাঠ দান করেন । উল্লেখ্য দীপঙ্কর সুরাল বাবুও এই জীবন দীপ ফাউন্ডেশন এর একজন সক্রিয় সদস্য। জীবন দীপ ফাউন্ডেশন রাইপুরের একটি সমাজসেবী সংগঠন তারা সারা বছর ধরেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রক্তদান শিবির ,সামাজিক বনসৃজন প্রকল্প, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, পিছিয়ে পড়া শবর জনজাতির শিশুদের শিক্ষার উন্নয়নে বিনা ব্যয়ে পাঠদান ইত্যাদি।