Spread the love

অসহায় মানুষের পাশে ওভারসিস

কাজী হাফিজুল,কলকাতা:বুধবার রাতে ১৫ জন বেকার মানুষকে কলকাতা থেকে বিমানে মালয়েশিয়ায় কাজে পাঠাল ওভারসিস। এদের মধ্যে বেশিরভাগ মুন্সীদাবাদ,নদীয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে।প্রদীপ মন্ডল জানান,”এর আগে এক লাখ টাকা খরচা করে বিদেশে গিয়েছি তেমন ফল পায়নি,এবার ওভারসিস মাধ্যমে সম্পূর্ণ ফ্রী খুব ভালো লাগছে।”
আবু তালেব শেখ বলেন,এর আগে সৌদি আরব গিয়েছিলাম প্রায় ১লাখ টাকা দিয়ে ছিলাম এবার সম্পূর্ণ ফ্রী খুব ভাল লাগছে,ফিরে এসে সাথী বন্ধুদের নিয়ে যাব”
রাইদুল মা রেনুকা বিবি জানান,আমরা খুব অসহায় অন্যের জমি চাষ করে কোনো রকমে চলে আর পারছি তাই ছেলেকে বিদেশে কাজে পাঠাচ্ছি।”

সৌভিক ভৌমিক বলেন;’গ্রুপ অফ আর্কিচার এন্ড ইঞ্জনিয়ারিং এর প্ল্যানিং সমাজে যারা স্কিল ,আনস্কিল আছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা আমাদের লক্ষ্য তিন বছর ধরে কাজ করে চলেছি।”

ওভারসিস ডিরেক্টর সায়ন্তন ঘোষ বলেন,’ আমরা এই প্রথম এতগুলো লোককে ফ্রী পাঠাচ্ছি আশাকরি তারা জীবনে সফলতা পাবে।”

ওভারসিস কর্ণধর তুহিন আহমেদ বলেন,”যে সমস্ত মানুষের স্কিল আছে ,তারা সবাই ফ্রীতে যাতে এই সুযোগ সুবিধা পায়, আর যেন বঞ্চিত না হয় আর সমাজে আমাদের আমূল পরিবর্তন আনা আমাদের লক্ষ্য।”

ওভারসিস- র এই উর্দ্যোগ কে অনেকেই সাধুবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *