Spread the love

 অভিষেক কন্যা কে নিয়ে কু মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে অভিযুক্তদের আইনজীবীরা

মোল্লা জসিমউদ্দিন, 

সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নিয়ে কু মন্তব্য বিষয়ক মামলা।এদিন শুনানি পর্বে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের আইনজীবীদের কাছে জানতে চায় -‘ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে  নিয়ে কু মন্তব্য  মামলায় পালটা হলফনামা দিতে দেরি কেন? সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় ভর্ৎসনার মুখে পড়লেন অভিযুক্তদের আইনজীবীরা। সোমবার এই মামলার শুনানিতে আইনজীবীরা পালটা হলফনামা দেওয়ার জন্য ৬ সপ্তাহ সময় চাইলেন। এত সময় কেন? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট  সাতদিন সময়সীমা বেঁধে দিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন রাজ্যের তরফে ৭ আইপিএসের তালিকা জমা দেওয়া হয়েছে। যার মধ্যে ৫ জনই মহিলা। আগামী সোমবার অর্থাৎ ২৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে । আদালত সুত্রে প্রকাশ, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এক মিছিল থেকে তৃণমূল সাংসদ অভিষেকের নাবালিকা কন্যার প্রতি কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে ডায়মন্ড হারবারের দুই মহিলার বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারিতে পুলিশি অতিসক্রিয়তা এবং হেফাজতে থাকাকালীন শারীরিক নিগ্রহের অভিযোগে কলকাতা  হাইকোর্টের দ্বারস্থ হয় দুই ধৃত। কলকাতা হাইকোর্টে দাখিল মামলায় জানানো হয় যে, -‘ হেফাজতে থাকাকালীন পুলিশ কর্মীরা তাদের উপর নির্যাতন করেছেন’। আচমকা এই অভিযোগের পর দুই সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য সরকার । কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও পরে ডিভিশন বেঞ্চ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেলে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের তরফে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি ওই তদন্তকারী দলের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়।গত সপ্তাহের  শুনানিতে সুপ্রিম কোর্ট  নির্দেশ দিয়েছিল, -‘ গোটা ঘটনার তদন্তের জন্য বাংলা ক্যাডারের সাত আইপিএস অফিসারের তালিকা দিতে হবে। সেই অফিসারদের বাসস্থান বাংলার বাইরে হতে হবে এবং এঁদের মধ্যে অন্তত পাঁচজনকে হতে হবে মহিলা’। সোমবারের শুনানিতে সেই নির্দেশ মেনে রাজ্য ৭ জন আইপিএসের তালিকা জমা দিয়েছে শীর্ষ আদালতে, যাঁদের মধ্যে ৫ জন মহিলা এবং তাঁদের জন্ম বা বাসস্থান – কোনওটাই বাংলায় নয়। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *