Spread the love

 অভিষেক – কন্যার বিরুদ্ধে কু মন্তব্য মামলায় সিবিআই তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

মোল্লা জসিমউদ্দিন

সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কু মন্তব্য মামলায় সিবিআই তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ দিল। তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিলেন দুই মহিলা। পুলিশি হেফাজতে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ হাইকোর্টের  নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল থেকে অভিষেক-কন্যার  বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর পুলিশি হেফাজতে তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তবে সেখানে কোনও সুরাহা হয়নি। সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, মেডিক্যাল রিপোর্টে মামলাকারীর ওপর শারীরিক নির্যাতনের ইঙ্গিত স্পষ্ট। সেই কারণে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতেই থাকবে। এবার সেই রায়েই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই রায় দিয়েছে।এই মামলায় সর্বোচ্চ আদালতে  রাজ্যের হয়ে সওয়াল করছিলেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। সব পক্ষের মতামত শোনার পর সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *