অনুব্রত কে দিল্লিতে জেরা করার ছাড়পত্র দিল রাউস এভিনিউ আদালত
বৈদূর্য ঘোষাল ,
দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, এমনকি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও অনুব্রতের দিল্লিযাত্রা রুখতে জোর সওয়াল করতে দেখা গেছে দুঁদে আইনজীবী কপিল সিব্বল কে।তাতেও কোন কাজ হলো না,অবশেষে দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়ে দিল – ‘ দিল্লিতে আসতেই হবে অনুব্রত কে।সোমবার গরু পাচার মামলায় তদন্তের জন্য অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ইডি-কে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছে। গত শনিবার এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দিল্লি এই আদালত। সোমবার ছিল চূড়ান্ত শুনানি। তারপর আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয় কেন্দ্রীয় এজেন্সিকে।এরফলে আসানসোল জেল থেকে এবার দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।অনুব্রত মণ্ডলের হয়ে এই মামলায় সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। তিনি দিল্লির আদালতের এই মামলা শোনার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন।সওয়াল-জবাবে বলেছিলেন,-‘ বাংলার মামলা হঠাত্ দিল্লির নিম্ন আদালত শুনবে কেন’? পাল্টা সওয়ালে ইডি-র তরফে বলা হয়েছিল, -‘ কেন্দ্রীয় এজেন্সি দেশের যে কোনও প্রান্তে, যে কোনও আদালতে মামলা করতে পারে’।সোমবার চূড়ান্ত শুনানিতে ইডি-র আর্জিতেই সায় দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।গরু পাচার মামলায় আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি। এখন সায়গল তিহার জেলে বন্দি রয়েছেন। এবার অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করবেন ইডি অফিসাররা।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, -‘ আদালতের নির্দেশে সামগ্রিকভাবে বীরভূম তৃণমূল হয়তো ধাক্কা খাবে। কারণ, আসানসোলে জেলে থাকার সময়ে যেদিন অনুব্রতকে কোর্টে পেশ করা হতো সেদিন বীরভূমের নেতারা আসতেন দাদার সঙ্গে দেখা করতে। গাড়ি থেকে নেমে ঢুকতে ঢুকতে কিংবা বেরনোর সময়ে জেলার নেতাদের প্রয়োজনীয় টিপস্ দিতেন কেষ্ট। কখনও বলতেন, মুরারইতে ভাল করে নজর দে, আবার কখনও তাঁকে বলতে শোনা যেত মহম্মদ বাজারে রোজ কর্মসূচি চাই। কেষ্ট মণ্ডলকে দিল্লি নিয়ে গেলে সেই সুযোগ আর থাকবে না বলেই মত রাজনৈতিক কারবারিদের। ইতিমধ্যেই জেলে থাকার পর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এবং কেতুগ্রামের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অনুব্রত কে।