Spread the love

অনলাইনে পরীক্ষা চেয়ে হাইকোর্টে মামলা,

বৈদূর্য ঘোষাল
মারণ ভাইরাস করোনার বাড়বাড়ন্তের সময় অফলাইন ছিল বন্ধ, তখন অনলাইনে জোর দেওয়া হয়েছিল।বর্তমানে প্রায় কিছুতে বিশেষত পঠনপাঠনে অফলাইন হচ্ছে।তবে পরীক্ষাতে পড়ুয়াদের সিংহভাগ এখনও অনলাইনে বিশ্বাসী। এই নিয়ে আসানসোল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রান্তে ছাত্র আন্দোলন ঘটেছে। শুক্রবার  কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-বিতর্ক নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী  জানান, -‘ তাঁরা অফলাইন পরীক্ষার পক্ষে। তবে সংশ্লিষ্ট মামলায় মোট তিনটি আবেদন করা হয়েছে।এক, পুরো সিলেবাস শেষ করে পরীক্ষা নিতে হবে। দুই, সিলেবাসের পরিমাণ কমাতে হবে। তিন, হোম সেন্টারে পরীক্ষা নিতেই হবে’। জানা গেছে আগামী সোমবার  কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির হতে পারে ।প্রসঙ্গত,  কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরেই শুরু হয় ছাত্র বিক্ষোভ। কলেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ-অবস্থানের চেষ্টা করেন পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, -‘ অফলাইন ক্লাস পর্যাপ্ত হয়নি। পাঠ্যক্রমএও শেষ হয়নি। সরকারের তরফে বার বার ছুটি ঘোষণার ফলে পড়াশোনায় বিঘ্ন ঘটেছে’।  কলেজের অধ্যক্ষেদের একাংশ  জানান, -‘ মাত্র দেড় মাস ক্লাস হয়েছে বলে পড়ুয়ারা যে-অভিযোগ করছেন, তা ঠিক নয়। এক একটা সিমেস্টারে চার মাস মতো ক্লাস হওয়ার কথা। অনলাইন ও অফলাইন মিলিয়ে কমবেশি সাড়ে তিন মাসের মতো ক্লাস হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের প্রথম দিকে গরমের ছুটি দিয়ে দেওয়ার কথা বললেও কলেজগুলি অনলাইনে ক্লাস চালু রেখেছিল’। এরপরেও কেন আন্দোলন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এইসব অধ্যক্ষরা। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *