অনলাইনে পরীক্ষা খারিজ হাইকোর্টে,
সেখ নিজাম আলম ,১৩ জুন,
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে অনলাইনে পরীক্ষা চেয়ে মামলা টি খারিজ করলো আদালত। অনলাইনে পরীক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। তবে সোমবার এই মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র।আদালত সুত্রে প্রকাশ , এই মামলার আবেদনটি ভুলে-ভরা ছিল। তাই তা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট । অনলাইনেই পড়ানো হয়েছে, শেষ হয়নি সিলেবাসও। অফলাইন পরীক্ষার বিরুদ্ধে তাই এই আবেদনটি ছিল। তবে দাখিল মামলায় আবেদনে জানানো হয়নি – ‘কোন কোন বিষয়ে অনলাইন পরীক্ষা দিতে চায় ওই ছাত্ররা’। তাই।এই মামলা খারিজ করে থাকে আদালত। পাশাপাশি এদিনই অনলাইন পরীক্ষার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন পড়ুয়া । এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ওই পড়ুয়াদের তরফ থেকে আইনজীবী মামলা করার আবেদন জানিয়েছেন। এই আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে ।