অতি গভীর নিম্নচাপের বলয়ে রাজ্য
জাহিরুল হক, ,
বঙ্গোপসাগরে গত শনিবার তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আগামী মঙ্গলবারের মধ্যে সেটিও ওড়িশা ও বাংলার মধ্যে দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। এই জোড়া ফলায় আজ অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আজ থেকেই উপকূল লাগোয়া জেলা অর্থাত্ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে রবিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, মঙ্গলবার থেকে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছেন আবহবিদরা। এই পরিস্থিতিতে মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যে মত্স্যজীবীরা ইতিমধ্যেই চলে গিয়েছেন, তাঁদের কে দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে।